আজ 2৪ জনুয়ারি ২০২২ কিউকমের 20 জন গ্রাহক আনুষ্ঠানিকভাবে ৪০ লক্ষ ২ হাজার ৪১৩ টাকা ফেরত পেয়েছেন । আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কি রকমের গ্রাহকদের এই প্রথম টাকা ফেরত দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় ।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব তপন কান্তি ঘোষ বলেনঃ মোট ৬ হাজার ৭২১ টি লেন-দেনের তথ্য তাদের কাছে আছে যার কনো প্রডাক্ট পায় নি । তাই ৬ হাজার ৭২১ টি লেন-দেনের বিপক্ষে মোট ৫৯ কোটি টাকা গ্রাহকগন কয়েক দিনের মধ্যে ফেরত পাবেন ।
তিনি বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসেই সিদ্ধান্ত নিয়েছিলাম ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি ইউনিক আইডি নাম্বার থাকবে এবং এটার রেজিস্ট্রেশন করতে হবে। এই কাজের শেষের দিকে আমরা। ১৫ দিনের মধ্যে আশা করছি এটা শুরু করতে পারবো।
ফস্টার পেমেন্টের মাধ্যমে টাকা দেওয়ার বিষয় ছিল, তবে ফস্টারের বিরুদ্ধে সিআইডির অভিযোগ ছিল, সেজন্য এনওসি নিয়ে এসেছি। বাংলাদেশ ব্যাংকও এটি নিয়ে কাজ করেছে।