গত মঙ্গলবার ( 25 জানুয়ারি 2022 ) অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ অবস্থা জানতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । উল্লেখ্য কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে চিঠি পাঠিয়েছে ।
এই কমিটির মূল কার্যপরিধি হচ্ছেঃ পুলিশের বিশেষ শাখার এবং সিআইডি থেকে অভিযুক্ত ই-কমার্স গুলোর তথ্য নিয়ে তা পর্যালোচনা করে এক মাসের মধ্যে রিপোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে ।
উক্ত সাত সদস্যবিশিষ্ট কমিটিতে সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ), পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ, বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট), আইন ও বিচার বিভাগ ও ইক্যাবের (ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) একজন করে প্রতিনিধি থাকবেন।
এর আগে গত বছর ২৪ অক্টোবর ২০২১ বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের নামে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয় বাংলাদেশ ব্যাংককে । সেখান থেকেই বেরিয়ে আসতে শুরু করে একেকটি ই-কমার্সের প্রতারণার গল্প ।
ভাই কোম্পানীকে মামলা নয়, বাণিজ্য মন্ত্রণালয়কে রিট করতে উতসাহিত করুন সকলে যে, কেন মামলা খাওয়া কোম্পানীর টাকা এই মুহুর্তে ফেরত দেওয়া হবে না।