কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন ?

পেওনিয়ার হচ্ছে বাংলাদেশী ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয় একটি পেমেন্ট গেটওয়ে। কেননা পাইওনিয়ার শুরু থেকেই বাংলাদেশী ফ্রিল্যান্সারদের খুবই ভাল একটি সার্ভিস দিয়ে এসেছে। বাংলাদেশ যখন কোন ব্যাংক কোন প্রকার মাস্টার কার্ড প্রদান করতেন না অর্থাৎ ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড গুলো খুব সহজে সাধারণ ব্যবহারকারীদের কে প্রদান করা হতো না সেই সময়ে পাইওনিয়ার কোন প্রকার শর্ত ছাড়াই শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড এর উপর ভিত্তি করেই বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড প্রদান করেছে। মূলত ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড এর জন্য  পাইওনিয়ার বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয়। 

এছাড়া যারা ফ্রিল্যান্সিং মার্কেটে কিংবা এফিলিয়েট মার্কেটিং বা অ্যামাজন অ্যাফিলিয়েট এর সঙ্গে সরাসরি যুক্ত তারাও খুব সহজে তাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলোকে বাংলাদেশ বা তাদের নিজ দেশে নিয়ে আসতে পাইওনিয়ার কে প্রধান পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করতো এমনকি এখনো সেটাই করে থাকে যদিও পাইওনিয়ার এর অনেকগুলো অল্টারনেটিভ এই মুহূর্তে বাংলাদেশে কাজ করছে। বর্তমানে পেওনিয়ার এর বিকল্প হিসেবে ওয়াইস (Wise) খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং অ্যাফিলিয়েট মার্কেটার বলুন বা ফ্রীলান্স মার্কেটে যারা কাজ করছে তারা ওয়াইকে পেওনিয়ার -এর বিকল্প হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করে চলেছেন।

আপনি যদি ওয়াইস -এ  একটি একাউন্ট খুলতে চান সে ক্ষেত্রে আপনি নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি ওয়াইস সম্পর্কিত আর্টিকেলটি পড়ে নিতে পারেন এবং আপনি আপনার চাহিদামত একটি ওয়াইস (Wise) অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্ট খুলবেন ?

পাইনিওর অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন: Payonner.com

অথবা এই লিঙ্কটি কপি করে সরাসরি আপনার ব্রাউজারে পেষ্ট করুনঃ http://share.payoneer.com/nav/3fE9omtUvnaZhcJAZtouTKO6dtrGDJekPt_4WPkD3g4qO6e19YbLm4Ka4RBF70Uy1h7pE-diFUJnHLR90ti3Pw2

লিংকটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচের স্ক্রিনসট দেখানো  ছবির মত একটি পেজ এ নিয়ে যাওয়া হয়েছে ।  এই পেজে আপনাকে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনি সাইন আপ করার সাথে সাথে যখন আপনি 1000 ডলার ট্রান্সফার করবেন তার উপর ভিত্তি করে আপনি 25 ডলার বোনাস  পাবেন ।  বেশি কথা না বাড়িয়ে চটপট “SIGN UP AND EARN $25” বাটনটিতে ক্লিক করুন । 

earn 25 usd from payoneer

“SIGN UP AND EARN $25” বাটনটিতে ক্লিক করার পরে আপনাকে নির্দিষ্ট একটি পেজ-এ নিয়ে আসা হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ? অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন অথবা আপনি যদি অনলাইনে কিছু বেচাকেনা করেন যেটাকে আমরা ড্রপ শিপিং বলে থাকে সে ধরনের যদি কাজ করে থাকেন অথবা আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন সেটা নিশ্চিত করে আপনাকে মূলত পেওনিয়ার একাউন্ট খুলতে হবে ।

এই সেকশনে আমাদের সুবিধার্থে আমরা “Freelancer, Service Provider or SMB “ অপশনে ক্লিক করেছি । আপনার সুবিধামতো আপনি যেকোন ভাবে বাজেটে আপনার পক্ষে যায় বাজে কাজগুলো আপনি করে থাকেন সেটির উপর ভিত্তি করে আপনি নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করুন এবং সিলেট করার সাথে সাথে আপনাকে পরের পেজে অটোমেটিকলি নিয়ে যাওয়া হবে ।  আপনি চাইলে আমাদের দেওয়ার নিচের স্ক্রিনশটটি সাথে মিলিয়ে নিতে পারেন । 

payoneer account for freelancer

“Freelancer, Service Provider or SMB “ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি অপশন এ নিয়ে আসা হবে এবং এখানে আপনাকে “Get paid by international clients or freelance marketplaces” সিলেট করতে হবে যে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে যাচ্ছেন।  “Get paid by international clients or freelance marketplaces” অপশনটি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে অটোমেটিক্যালি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে আপনি চাইলে নিচের স্ক্রিনশটটি অনুসরণ করতে পারেন। 

“Get paid by international clients or freelance marketplaces” অপশনটি সিলেক্ট করার পর আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার মান্থলি ইনকাম কত অর্থাৎ আপনি প্রতিমাসে কত ডলার ইনকাম করে থাকেন।  এই সেকশনে আমরা আমাদের  মাসিক ইনকাম “Less than $10,000” ডলার সিলেক্ট করেছি । “Less than $10,000” ডলার সিলেক্ট করার সাথে সাথে আপনাকে অটোমেটিক্যালি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে।  আপনি চাইলে যথারীতি আমাদের দেওয়ার নিচের স্ক্রিনশটটি অনুসরণ করতে পারেন । 

“Less than $10,000” ডলার সিলেক্ট করার পরে আমরা আমাদের কাঙ্খিত “REGISTER” বাটনটি দেখতে পাচ্ছি এবং এখানে অর্থাৎ এই পেজটিতে আমাদের তেমন কিছু আর করতে হবে না শুধুমাত্র আমাদের “REGISTER” বাটনটিতে ক্লিক করে পরবর্তী অপশনে যেতে হবে।  পরবর্তী অপশনে যাওয়ার আগে এখানে কিছু নির্দেশিকা আছে আপনি চাইলে সেই অধিকারটুকু পড়ে নিতে পারেন আপনার নিজ ইচ্ছাতে। বরাবরের মতো আমাদেরকে অনুসরণ করতে মিলিয়ে নিতে পারেন আমাদের দেওয়ার নিচের স্ক্রিনশটটি । 

কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্ট রেজিস্ট্রেশন করবেন?

“REGISTER” বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি সাইনআপ পেজ ওপেন হবে এবং এই পেজটিতে আপনাকে মূলত আপনার সব ইনফরমেশন গুলো দিয়ে ফর

“REGISTER” বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি সাইনআপ পেজ ওপেন হবে এবং এই পেজটিতে আপনাকে মূলত আপনার সব ইনফরমেশন গুলো দিয়ে ফরমটি পূরণ করতে হবে । ফরমটি পূরণ করার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি কি টাইপের হবে অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্টেই পার্সোনাল ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট খুলতে চান কিংবা আপনি আপনার কোম্পানির নামে অথবা আপনি আপনার অ্যাকাউন্টেই পরিচালনা করবেন একটি কোম্পানির আন্ডারে সেটি আপনাকে মেনশন করতে হবে । 

যদি বাই ডিফল্ট বাইডিফল্ট ইন্ডিভিজুয়াল বিষয়টি সিলেক্ট করে থাক ।  আমরা এখানে কোন কিছু পরিবর্তন করবো না কারণ আমরা পাইওনিয়ার এর সাথে একটি পার্সোনাল একাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি যেটা ইন্ডিভিজুয়াল হিসেবে বাইডিফল্ট সিলেক্ট করা আছে । 

এরপরে যে ফরমটি আছে সেই ফরমটি আপনাকে অবশ্যই ইংলিশে পূরণ করতে হবে সেটি বলা আছে আপনি কোনোভাবেই এই ফরমটি বাংলাতে পূরণ করতে পারবেন না বা অন্য কোনো ভাষাতেই গ্রহণযোগ্য নয় ।  অতএব এই আবেদন ফরম টি অবশ্যই আপনাকে ইংলিশেই পূরণ করতে হবে।  এই ফরমটি তে মোট পাঁচটি বক্স আছে এবং প্রতিটি বক্সে আপনাকে আপনার সঠিক তথ্য দিতে হবে ।  

First Name: প্রথম যে ঘর সেই ঘরে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্টে যেভাবে প্রথম নামটি দেওয়া আছে সেই নামটি আপনাকে সেখানে লিখতে হবে। লক্ষ্য করার বিষয় এটি যে এখানে কোন প্রকার স্পেলিং মিস্টেক বা কোন প্রকার বানান ভুল করা যাবেনা । 

Last Name: পরের ঘটিতে আপনার নামের শেষ অংশ টি লিখুন ঠিক যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে ।

Email Address:  তৃতীয় নাম্বার বক্সটিতে আপনি আপনার কাঙ্খিত ইমেইল এড্রেসটা দিন যে ইমেইল এড্রেসটি আপনার সঠিক এবং যে ইমেইল এড্রেসটি আপনি ব্যবহার করেন ।  জেনে রাখা ভালো এই ইমেইল এড্রেসটি হবে আপনার সকল ধরনের লেনদেন করার জন্য পাইনিওর এর ইমেইল এড্রেস অর্থাৎ যখন কেউ আপনাকে টাকা পাঠাবে অবশ্যই আপনাকে এই ইমেইল এড্রেসটি তাকে দিতে হবে । ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাতে যাচ্ছে তখন আপনি আপনার ক্লায়েন্টকে জাস্ট এই ইমেইল এড্রেসটি দিয়ে দিবেন তাহলে সে আপনার  পেওনিয়ার একাউন্ট -এ টাকা পাঠিয়ে দিতে পারবে। 

Re-Type Email Address: তাই এই ফিল্ডে আপনার ই-মেইল এড্রেসটি সঠিকভাবে লিখুন এবং চতুর্থ ধাপে ঠিক একই ইমেইল এড্রেসটি পুনরায় লিখুন যেন কোন প্রকার স্পেলিং মিস্টেক না হয়  বা কোন প্রকার বানান ভুল না হয় ।

Date of Birth:  সবশেষ যে ঘরটি আছে এই ঘরে আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে যদিও এই ঘটিতে কোন প্রকার লেখার অপশন নেই যখনই আপনি একটি ক্যালেন্ডার আইকন আছে যখন আপনি সেখানে ক্লিক করবেন তখন আপনার সামনে একটি ক্যালেন্ডার দৃশ্যমান হবে ।  আপনাকে এই  ক্যালেন্ডার এর মাধ্যমেই আপনার জন্ম তারিখ নির্ধারণ করতে হবে । 

 আপনার বোঝার সুবিধার্থে বলা ভালো যে প্রথমে আপনি সাল নির্বাচন করবেন তারপরে মাস নির্বাচন করবেন তারপর জন্ম তারিখ অর্থাৎ দিন সেটি নির্ধারণ করবেন । 

এই রেজিস্টার ফরম সঠিকভাবে পূরণ করে থাকলে সবকিছু পুনরায় মিলিয়ে নিন আপনার আইডি কার্ডের সাথে যে আপনার দেওয়া সকল তথ্যগুলো সঠিক কিনা । সব তথ্য সঠিক হলে পরবর্তী ধাপে যেতে “Next” বাটনে ক্লিক করুন ।

বরাবরের নাই আপনি আমাদেরকে অনুসরণ করতে নিচের দেওয়া স্ক্রিনশটটি অনুসরণ করতে পারেন।

কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্টে মোবাইল ভেরিফাই করবেন ?

এই ধাপে আপনাকে বেশ কয়েকটি ইনফর্মেশন দিতে হবে মূলত এই ইনফর্মেশন গুলো হচ্ছে আপনার ঠিকানা । অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন সেই ইনফরমেশনটা আপনাকে লিখতে হবে এই অংশে প্রথমেই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে তো কোন কথাই নেই আপনার আইপি অ্যাড্রেস অনুসারে বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করে থাকবে। 

Country: আর আপনি যদি অন্য কোন দেশে বর্তমানে অবস্থানরত থাকেন তাহলে আপনি চাইলে সেই দেশের অ্যাড্রেস সেখানে লিখতে পারেন।  তবে আপনি যদি বাইরে দেশে বেশি দিন অবস্থান না করেন তাহলে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করাটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে।

Street and Number: যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে পরিচালনা করতে যাচ্ছি তাই আমরা আমাদের কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি । পরবর্তী ঘরে আপনি আপনার ঠিকানা লিখুন অর্থাৎ আপনার পোস্ট অ্যাড্রেস টাইপ করে লিখে ফেলুন। প্রশ্ন থাকতে পারে যে আপনি এড্রেসটি কিভাবে লিখবেন? পুরোপুরি শিওর হতে আপনি আপনার আইডেন্টিটি কার্ড যেমন ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অনুসরণ করুন সেখানেই আপনার স্থায়ী ঠিকানা দেওয়া আছে । আপনি চাইলেই আপনার আইডেনটিটি ডকুমেন্টটি ফলো করে বা অনুসরণ করে আপনার স্থায়ী ঠিকানা টি লিখে নিতে পারেন। 

City / Town : এই বক্সে আপনাকে আপনার সিটি অর্থাৎ শহরের নাম লিখতে হবে আপনি নিজেই শহরে আছেন সেই শহরের নাম আপনি এখানে লিখে ফেলুন । বরাবরের মতোই শহর নিয়ে কোনো প্রকার সন্দেহ থাকলে আপনি আপনার আইডেন্টিটি কার্ড টি অনুসরণ করে সেখান থেকে আপনার শহরের নামটি দেখে নিন। 

Postal / ZIP Code: এই বক্সে আপনাকে আপনার পোস্ট কোড দিতে হবে এটি মূলত আপনার পোষ্টের কোড নাম্বার যে কোড অনুসরণ করে আপনার কাছে সকল প্রকার চিঠিপত্র কুরিয়ারের মাধ্যমে আসবে ।  বরাবরের নাই আপনি যদি কোনো প্রকার সন্দেহ প্রকাশ করেন তাহলে আপনি অনুসরণ করতে পারেন আপনার আইডেনটিটি কার্ডটি সেখানে ক্লিয়ারলি আপনার পোস্ট কোড টি মেনশন করা আছে। 

Mobile Number : এই বক্সে আপনার ফোন নাম্বারটি প্রদান করতে হবে ফোন নাম্বারটি অবশ্যই সচল একটি ফোন নাম্বার হতে হবে নতুবা আপনি আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে পারবেন না । আর আপনি যদি আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে ব্যর্থ হন তাহলে আপনি পরবর্তী ধাপে কোনভাবেই যেতে পারবেন না ।  তাই এখানে আপনার সঠিক ফোন নাম্বারটি দিন এবং নিচে থাকা “Send Code” বাটনে ক্লিক করুন। 

“Send Code” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে। সেই কোডটি  পরবর্তী ঘরটিতে লিখে “NEXT” বাটনে ক্লিক করুন। “NEXT” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরের ধাপে নিয়ে যাওয়া হবে। 

আপনি চাইলে আমাদের দেওয়া নিচের স্ক্রিনশটটি সাথে মিলিয়ে নিতে পারেন আপনার কার্যক্রম ঠিক আছে কিনা। 

Payoneer Security Details: এই ধাপে আপনাকে আপনার সিকিউরিটি ডিটেলস লিখতে হবে অর্থাৎ আপনি পায়নীর একাউন্ট এর জন্য আপনার একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন। পূর্ববর্তী ধাপে আপনার দেওয়া ইমেইলটি অটোমেটিক্যালি আপনার ইউজারনেম হিসেবে কাউন্ট করা হবে। পরবর্তী বক্সে আপনি আপনার একটি পাসওয়ার্ড সেট করুন যে পাসওয়ার্ডটি হবে নাম্বার লেটার এবং সিম্বল এর সংমিশ্রণে । 

এবার আপনি আপনার পছন্দমত একটি সিকিউরিটি কোশ্চেন নির্বাচন করুন এবং পরবর্তী ঘরে তার উত্তরটা লিখে রাখুন । এই সিকিউরিটি কোশ্চেন এবং উত্তর আপনার একাউন্টে গিয়ে এক্সট্রা সিকিউরিটি প্রদান করবে। আপনি যদি কোন কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান সে ক্ষেত্রে আপনি আপনার পাসওয়ার্ডটি কে রিকভার করার সময় এই সিকিউরিটি কোশ্চেনের উত্তর প্রয়োজন হবে । 

এবার আপনাকে আপনার আইডেন্টি কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। অর্থাৎ আপনাকে নিশ্চিত করতে হবে আপনি আপনার পাইনিওর একাউন্টে কোন আইডেন্টিটি কার্ড এর মাধ্যমে খুলতে যাচ্ছেন।  আপনি যদি আপনার পায়নীর এর অ্যাকাউন্ট টি ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে খুলতে চান সে ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে তার পরবর্তী ঘরে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি লিখুন ।

অন্যথায় আপনি যদি আপনার পায়নীর এর একাউন্ট চেক পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে পরিচালনা করতে চান বা খুলতে চান সে ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সিলেক্ট করে সেই পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি লিখুন ।

যেহেতু আমরা আমাদের একাউন্টটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি তাই আমরা এই অপশনে আমাদের ন্যাশনাল আইডি কার্ড বা শুধু আইডি কার্ড অপশনটি সিলেক্ট করেছি এবং আইডি নাম্বার টি লিখেছি। 

এরপর নিচের দেওয়া ক্যাপচা কোড টি ভালো করে দেখে পূরণ করুন এবং আপনার দেওয়া সকল ইনফরমেশন সঠিক হলে “NEXT” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে  চলুন । 

বরাবরের নেয় আমাদের কার্যক্রম অনুসরণ করতে অর্থাত আপনার কাজের সাথে আমাদের কাজের মিল আছে কিনা সেটা যাচাই করতে আমাদের দেওয়ার নিচের স্ক্রিনশটটি অনুসরণ করতে পারেন ।

কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্টে ব্যাংক একাউন্ট যোগ করবেন ?

Almost Done: এই ধাপে আপনাকে মূলত আপনার ব্যাংক ডিটেলস নিতে হবে নতুবা আপনি আপনার পায়নীর এর অ্যাকাউন্ট অ্যাপ্রভাল পাবেন না । বাই ডিফল্ট এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং কারেন্সি বিডিটি দেওয়া থাকবে । পরের ধাপে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ব্যাংক একাউন্টে কোন ব্যাংকের আন্ডারে আছে ।

সেটি সিলেক্ট করার পর অর্থাৎ আপনার কাঙ্খিত ব্যাংক একাউন্টে সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে নিশ্চিত করে লিখতে হবে যে আপনার ব্যাংক একাউন্টে কোন ব্রাঞ্চ এর আন্ডারে আছে অর্থাৎ আপনি আপনার ব্যাংক একাউন্টে কোন ব্রাঞ্চে গিয়ে খুলেছিলেন।  

এরপর আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকতে হবে অর্থাৎ কোনভাবেই ভুল করা যাবে না কেননা আপনি যখন পাইনিওর থেকে আপনার ব্যাংকে টাকা উঠল করবেন তখন এই ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা আপনার ব্যাংকে আসবে। 

সব ইনফরমেশন সঠিক দেওয়া হলে অর্থাৎ আপনি আপনার এই ফরমটি সুন্দরভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশন গুলো তে টিক মার্ক নিয়ে এমনি করে নিন । স্যামসাং কন্ডিশন গুলোতে ক্লিক করার পর অর্থাৎ যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেগুলোতে টিকমার্ক দেওয়ার পর নিচে সর্বশেষ যে “SUBMIT” বাটন সেটিতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করুন। 

এই ফরমটি আমরা কিভাবে পূরণ করেছি সেটি অনুসরণ করতে আপনি আমাদের দেওয়ার নিচের স্ক্রিনশটটি অনুসরণ করতে পারেন এবং মিলিয়ে নিতে পারেন আপনার দেওয়া তথ্যের ধাপগুলো ঠিক আছে কিনা ।

adding bank account on payoneer

“SUBMIT” বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম টি পায়নীর এর কাছে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে রিভিউ পেজে নিয়ে যাওয়া হবে। এই পেজটিতে একটু অপেক্ষা করুন তাহলে অটোমেটিকালি আপনাকে পেওনিয়ারের হোমপেজে নিয়ে আসা হবে।

payonner application uder review

কিভাবে পেওনিয়ার (Payoneer) একাউন্টে ইমেইল ভেরিফাইড করবেন ?

এখন আপনার যে কাঙ্খিত ইমেইল এড্রেস টির মাধ্যমে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই মেইলটি চেক করুন দেখবেন যে আপনি পেওনিয়ার থেকে একটা ইমেইল রিসিভ করেছেন । সেই ইমেইলটা এতে বলা হয়েছে যে আপনি আপনার পেওনিয়ার একাউন্ট ভেরিফাই করুন। সেই ইমেইলটা ওপেন করলে আপনি ভেরিফাই মাই ইমেইল নামে একটি বাটন পাবেন সেই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে পেওনিয়ার এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনার ইমেইল টি ভেরিফাই করে নেওয়া হবে ।  

payoneer email verification

এই হচ্ছে মূলত পেওনিয়ার একাউন্ট খোলার প্রসেস এখন আপনার আর কোন কিছুই করার নেই আপনি সফলভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন এবং আপনাকে এখন যেটা করতে হবে সেটি হচ্ছে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে এই দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি আপনার একাউন্টির এপ্রোভাল পেয়ে যাবেন । 

উপরে বর্ণিত এই বিস্তারিত আর্টিকেল যদি আপনার বুঝে না আসে তাহলে দয়া করে আমাদের দেওয়া নিচে ভিডিওটি দেখুন এবং অনুসরণ করুন আশা করি আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে সম্পূর্ণ ভাবে একটি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন এবং এপ্রোভাল পেয়ে যাবেন ।

spot_imgspot_img

Subscribe

Related articles

কেনো আপনি Virtual Credit Card বা VCC ক্রয় করবেন ?

বর্তমান সময়ে (২০২২ সালে) বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ...

৭০৫ কোটি টাকা পাচার করেছে ৮ ই-কমার্স প্রতিষ্ঠান

কম দামে পণ্যের প্রলোভন কিংবা উচ্চ মুনাফার কথা বলে...

টাকা ফেরত পাওয়া শুরু করলো আলেশা মার্টের গ্রাহকরা

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সকল গ্রাহক তাদের টাকা ফেরত...

কিউকোমের (Qcoom) ক্ষতিগ্রস্থ গ্রাহকদের সব টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

গত রবিবার (৩০  জানুয়ারি ২০২২) কিউকোমের (Qcoom) ক্ষতিগ্রস্থ গ্রাহকদের...
spot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here