কিউকোমের (Qcoom) ক্ষতিগ্রস্থ গ্রাহকদের সব টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

গত রবিবার (৩০  জানুয়ারি ২০২২) কিউকোমের (Qcoom) ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত দিতে তিনটি (ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তিনটি ব্যাংকে কিউ কমের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মোট ৫৬ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে । চিঠিতে আরো বলা হয়েছে যেঃ বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হলো । 

মূলত কিউকোম (Qcoom) -এর এই টাকাগুলো  ফস্টার কর্পোরেশনের নামে উপরোক্ত তিনটি ব্যাংকের বিভিন্ন শাখায় এই টাকাগুলো জমা আছে ।  উক্ত তিনটি ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়ায় সব থেকে বেশি  ২৯ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা গুলশান শাখায় জমা রয়েছে । এদিকে ১৫ কোটি টাকা ইসলামী ব্যাংকের বাড্ডা শাখায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা গুলশান শাখায় জমা আছে । 

এর আগে ২৪ জনুয়ারি ২০২২ কিউকমের ২০ জন গ্রাহক আনুষ্ঠানিকভাবে ৪০ লক্ষ ২ হাজার ৪১৩ টাকা ফেরত পেয়েছেন । আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কি রকমের গ্রাহকদের এই প্রথম টাকা ফেরত দেওয়ার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয় ।  পরবর্তীতে আরো দিন দিনে মোট ১৭৫ জনকে ৩ কোটি টাকার মতো ফেরত দেওয়া হয় ।

spot_imgspot_img

Subscribe

Related articles

কেনো আপনি Virtual Credit Card বা VCC ক্রয় করবেন ?

বর্তমান সময়ে (২০২২ সালে) বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ...

৭০৫ কোটি টাকা পাচার করেছে ৮ ই-কমার্স প্রতিষ্ঠান

কম দামে পণ্যের প্রলোভন কিংবা উচ্চ মুনাফার কথা বলে...

টাকা ফেরত পাওয়া শুরু করলো আলেশা মার্টের গ্রাহকরা

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সকল গ্রাহক তাদের টাকা ফেরত...

আজ থেকে টাকা ফেরত পাওয়া শুরু করলো কিউকমের (QCoom) গ্রাহকরা

আজ 2৪ জনুয়ারি ২০২২ কিউকমের 20 জন গ্রাহক আনুষ্ঠানিকভাবে...
spot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here