ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সকল গ্রাহক তাদের টাকা ফেরত পাওয়া শুরু করেছেন । গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ রোজ বৃহস্পতিবার সচিবালয়ে ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এবং আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার । অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান ।
এর আগে ২৪ জনুয়ারি ২০২২ কিউকমের 20 জন গ্রাহক আনুষ্ঠানিকভাবে ৪০ লক্ষ ২ হাজার ৪১৩ টাকা ফেরত দেওয়ার মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠান টাকা ফেরতের বিষয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
আরো পড়ুনঃ আজ থেকে টাকা ফেরত পাওয়া শুরু করলো কিউকমের (QCoom) গ্রাহকরা
ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন জালিয়াতির কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয় । প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আইন-কানুনের তোয়াক্কা না করেই তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এসেছে তাই বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আপাতত বন্ধ রেখেছে এবং গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রসেস শুরু করেছে ।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে গ্রাহকদের হাজারো অভিযোগের মাধ্যমে এই বিষয়টি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় নজরে আসে । তারপর থেকেই নড়েচড়ে বসে বাণিজ্য মন্ত্রণালয় এবং অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় সেই সকল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেয় এর মধ্যে আলেশা মার্ট (https://aleshamart.com/) অন্যতম ।
আলেশা মার্ট (https://aleshamart.com/) -এর প্রায় ৩০০ কোটি টাকা আটকে দেয় বাণিজ্য মন্ত্রণালয় এবং সেই টাকা গত 17 ই ফেব্রুয়ারি 2022 থেকে গ্রাহকদেরকে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। ধাপে ধাপে গ্রাহকদের সব টাকা 15 দিন থেকে এক মাসের মধ্যে ফেরত দিয়ে দেওয়া হবে ।